দ্যা রিয়েল কনসালটেশনের আয়োজনে ভ্যাট সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গতকাল একটি সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারের মূল উদ্দেশ্য ছিল উৎসে মূসক কর্তনের লাভজনক উপায়, হিসাব বিবরণীর খরচ ও মূসক কর্তনের সমন্বয়, এবং ভ্যাট অডিট ফেস করার সহজ কৌশল নিয়ে আলোচনা করা।

সেমিনারে বিশেষজ্ঞ বক্তারা উৎসে মূসক কর্তনকে আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার উপায়গুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, ব্যবসায়িক লাভ ও সঠিক নিয়ম অনুসরণ করে কীভাবে ভ্যাট কর্তন করা যায়, সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। একই সঙ্গে, হিসাব বিবরণীর খরচের সঙ্গে মূসকের সমন্বয়ের কৌশল এবং ভ্যাট অডিটের সময় সঠিকভাবে সমস্যাগুলো সমাধান করার সহজ উপায়গুলো তুলে ধরা হয়।

সেমিনারে অংশগ্রহণকারী দেশসেরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা তাদের সমস্যাগুলো তুলে ধরে সমাধানের দিকনির্দেশনা নেন। দ্যা রিয়েল কনসালটেশনের লিড কনসালটেন্ট মো: আলীমুজ্জামান তার দক্ষ পরামর্শের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন সমস্যার সমাধান দেন। তার অভিজ্ঞতাপূর্ণ দিকনির্দেশনায় উপস্থিত কর্মকর্তারা ভ্যাট ব্যবস্থাপনায় নতুন ধারণা ও কৌশল শিখতে পেরেছেন বলে জানান।

এই ধরনের সেমিনার অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি সমস্যাগুলোর সমাধান দিতে সহায়তা করে। কর্মকর্তারা বলেন, ভ্যাট সম্পর্কিত বিভিন্ন আইনি ও প্রাতিষ্ঠানিক দিকগুলো আরও ভালোভাবে বোঝার সুযোগ পেয়েছেন। এমনকি তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে এই জ্ঞান প্রয়োগ করে আরও উন্নত কার্যপ্রণালী গড়ে তুলতে পারবেন।

এই সেমিনারটি ভ্যাট ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে। দ্যা রিয়েল কনসালটেশনের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এই আয়োজন অংশগ্রহণকারীদের শুধু সমস্যার সমাধানই দেয়নি, বরং তাদের নতুনভাবে ভাবতে এবং নিজের প্রতিষ্ঠানে উন্নত নীতিমালা বাস্তবায়নের উৎসাহ জুগিয়েছে। এই ধরনের আরও আয়োজন ভবিষ্যতে ব্যবসায়িক ক্ষেত্রকে সমৃদ্ধ করবে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে অবদান রাখবে।

সেমিনার শেষে দ্যা রিয়েল কনসালটেশনের পক্ষ থেকে জানানো হয় যে, ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের সেমিনার আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিয়ে দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *